ম্যারাডোনার আশীর্বাদই কি সঙ্গী মেসির?
প্রকাশিত : ১২:২৭, ২৭ নভেম্বর ২০২২ | আপডেট: ১২:৪৪, ২৭ নভেম্বর ২০২২
পা প্রায় খাদের কিণারে, একটা ধাপ এদিক সেদিক হলেই বিদায়। এমন পরিস্থিতিতে জাদুকরি পারফরম্যান্সে আর্জেন্টিনার ত্রাতা হলেন অধিনায়ক লিওনেল মেসি। বাম পায়ের এই জাদুকর ২৫ গজ দূরে থেকে নিলেন কিক। তিন ডিফেন্ডারের ফাঁক গলিয়ে কোণাকুনি ওই শটেই দূর হল সব শঙ্কা। সাময়িক স্বস্তি ফিরল আর্জেন্টাইন শিবিরে। এখন চোখ শুধু সামনের ম্যাচে, সেখানেও কি মিলবে মেসির জাদু?
সাত বারের ব্যালন ডি অ’র, চার বার চ্যাম্পিয়নস লিগ, নয়বার স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নসহ অসংখ্য ব্যক্তিগত ও দলীয় শিরোপা রয়েছে মেসির ঝুলিতে। বার্সেলোনার এই মহাতারকার বাঁ পায়ের নৈপুণ্যে মুগ্ধ বিশ্বের ফুটবল প্রেমীরা। যে কারণে জাদুকর উপাধিও পেয়েছেন তিনি। সেই মেসিই কিনা তার দল নিয়ে ডু অর ডাই পরিস্থিতিতে। আর্জেন্টাইনদের পক্ষে কি এটাও মানা সম্ভব!
সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের পর হতাশায় আচ্ছন্ন ছিল আর্জেন্টাইন শিবির। যে কারণে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা লিওদের জন্য অলিখিত ফাইনাল হিসেবেই আবির্ভূত হয়। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে ওঠেন মেসি। স্বস্তি ফেরান আর্জেন্টটাইনদের মনে।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ম্যাচের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। সেই সঙ্গে পোল্যান্ডের বিপক্ষে সামনের ম্যাচটিকে আরও এক ফাইনাল বলে উল্লেখ করেন তিনি। বলেন, এই মুহূর্তে প্রতিটা ম্যাচই আর্জেন্টিনার জন্য ফাইনাল।
মেসি বলেন ‘আমরা এখন হাল ছাড়তে পারি না। আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। আমাদের আর কোনো ভুল করা যাবে না। প্রথম ম্যাচে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এটা স্বাভাবিক। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। অনেকে তাদের প্রথম বিশ্বকাপ খেলছে। এটা কোনো অজুহাত নয়। আমরা সেদিন ভালো খেলিনি।’
বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেবে মেসির দল। তবে হেরে গেলেই বাজবে বিদায় ঘণ্টা। ড্র করলে অবশ্য তাকিয়ে থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে। সেটা অন্য হিসাব। এখন শুধু রুদ্ধশ্বাস অপেক্ষা।
এসবি/